ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

দোনেৎস্কে গোলাবর্ষণ, নিহত ১৩

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪২ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০২২
দোনেৎস্কে গোলাবর্ষণ, নিহত ১৩

ইউক্রেনের পূর্বাঞ্চলীয় শহর দোনেৎস্কে গোলাবর্ষণের ঘটনায় শিশুসহ ১৩ জন নিহত হয়েছেন। সোমবার (১৯ সেপ্টেম্বর) পূর্ব ইউক্রেনের বিচ্ছিন্নতাবাদী নিয়ন্ত্রিত শহরটিতে এ ঘটনা ঘটে।

শহরের রাশিয়ান সমর্থিত মেয়র আলেক্সি কুলেমজিন এ তথ্য নিশ্চিত করেন। টেলিগ্রামে পোস্ট করা এক বিবৃতিতে তিনি বলেন, শহরের কুইবিশেভস্কি এলাকায় কথিত অভিযানে নিহতরা সবাই বেসামরিক। নিহতদের মধ্যে দুটি শিশু রয়েছে। আহতের সংখ্যা নিশ্চিতে তথ্য সংগ্রহ করা হচ্ছে।

দোনেৎস্কে শহরটি ২০১৪ সাল থেকে রাশিয়া সমর্থিত। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের যুদ্ধ শুরুর আগে থেকেই অঞ্চলটি দোনেৎস্ক পিপলস রিপাবলিক (ডিপিআর) হিসেবে নিয়ন্ত্রিত হয়ে আসছে। ইউক্রেনীয় সেনাবাহিনী শহরের উপকণ্ঠে নিজেদের অবস্থায় শক্তিশালী করছে। সাম্প্রতিক মাসগুলোয় সেখানে বারবার গোলাবর্ষণের ঘটনা ঘটেছে।

আল জাজিরার খবরে এসব তথ্য উঠে আসে। তবে গোলাবর্ষণ ও নিহতের তথ্য স্বাধীনভাবে যাচাই করতে পারেনি সংবাদমাধ্যমটি।

বাংলাদেশ সময়: ১৮৪২ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০২২
এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।