ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

পাকিস্তানে প্রতিবছর ৪ লাখ শিশু, ২০ হাজার মায়ের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০১০
পাকিস্তানে প্রতিবছর ৪ লাখ শিশু, ২০ হাজার মায়ের মৃত্যু

ইসলামাবাদ: পুষ্টিহীনতা, অর্থনৈতিক-সামাজিক সমস্যা ও চিকিৎসা সুবিধা না পাওয়ায় পাঁচ বছর বা এরও কম বয়সী শিশু চার লাখ ও ২০ হাজার মা প্রতিবছর মারা যায়।

পাঞ্জাব রাজ্যের স্বাস্থ্যসচিব ফাওয়াদ হাসান ফাওয়াদ মা ও শিশুর স্বাস্থ্য সপ্তাহ কর্মসূচি উদ্বোধন উপলে এ তথ্য প্রকাশ করেন।

আগামী ২৮ সেপ্টেম্বর পর্যন্ত এ কর্মসূচি চলবে।

পাকিস্তানে সাম্প্রতিক বন্যার কারণে সৃষ্ট বিভিন্ন অসুখে লাখ লাখ মানুষ আক্রান্ত হয়েছে। এদের বেশিরভাগই নারী ও শিশু।

ফাওয়াদ বলেন, ইউনিসেফের সহায়তায় আয়োজিত এ কর্মসূচিতে ছয় লাখ শিশু ও তিন লাখ মাকে স্বাস্থ্যবিষয়ক চিকিৎসা সুবিধা দেওয়া হবে। পুষ্টির ঘাটতি মেটাতে তাদের বিশেষ প্যাকেটজাত খাবারও দেওয়া হবে বলেও তিনি জানান।

বাংলাদেশ স্থানীয় সময়: ১২৫৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।