জাকার্তা: ইন্দোনেশিয়ার ২০ মাসের এক শিশু সিগারেটে আসক্ত হয়ে পড়েছে। দিনে অর্ধেক প্যাকেট সিগারেট সে পান করে।
শিশুটির নাম রেনো আরদিআনসে ।
তার বাবা দেলি কুসনাদি শ্রীবিজয়া পোস্ট পত্রিকার কাছে জানান, ১৪ মাস বয়স থেকে রেনো ধূমপানে আসক্ত হয়ে পড়ে। তবে কিভাবে সে ধূমপানে আসক্ত হয়েছে এ ব্যাপারে তিনি জানেন না। তিনি জানান, সিগারেট না পেলে সে কান্না শুরু করে।
আরদিআনসে বাবা-মার সঙ্গে গ্রামে বসবাস করে। সে অন্য শিশুদের সঙ্গে খেলা করে। এরই মধ্যে ধূমপানে আসক্ত হয়ে পড়ে।
বাবা কুসনাদি সন্তানের এ অভ্যাসে চিন্তিত হয়ে পড়েছেন। তার কাছে পর্যাপ্ত অর্থ নেই হাসপাতালে নিয়ে তার চিকিৎসা করানোর। তিনি জানান, লোকে বলে এর চিকিৎসা খুব ব্যয়বহুল।
বাংলাদেশ স্থানীয় সময়: ১৩৫০ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০১০