ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

গর্বাচেভের বিরুদ্ধে ব্যর্থ অভুত্থানকারীর মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০১০
গর্বাচেভের বিরুদ্ধে ব্যর্থ অভুত্থানকারীর মৃত্যু

মস্কো: রাশিয়ার প্রেসিডেন্ট মিখাইল গর্বাচেভের বিরুদ্ধে একটি ব্যর্থ অভুত্থানে নেতৃত্বদানকারী গেন্নাদি ইয়ানায়েভ শুক্রবার মারা গেছেন।

সাবেক সোভিয়েত আমলের একজন রাজনীতিক জানান, ৭৩ বছর বয়সী ইনায়েভ শুক্রবার স্থানীয় সময় সকাল ৯টা ২০মিনিটে মারা গেছেন।

তিনি ১৯৯১ সালের আগস্টে মিখাইল গর্বাচেভের বিরুদ্ধে একটি ব্যর্থ অভুত্থানের নেতা ছিলেন।

রাশিয়ার পার্লামেন্টের সাবেক স্পিকার রুসলান খাসবুলাতভ মস্কো রেডিওকে বলেন, ‘তার প্রিয় সব মানুষের জন্য আমার সমবেদনা রইল। ’

ইয়ানায়েভ ১৯৬৮ থেকে ১৯৭০ পর্যন্ত সোভিয়েত যুব সংগঠনের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। ১৯৮৬ ও ১৯৯০ এর মধ্যে শ্রম ইউনিয়নের কেন্দ্রীয় পরিষদের তিনি সম্পাদক, উপচেয়ারম্যান ও চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন।

এছাড়া, ১৯৯০ সালের জুলাই থেকে ১৯৯১ সালের জানুয়ারি পর্যন্ত তিনি সোভিয়েত ইউনিয়নের কমিউনিস্ট পার্টির পলিটব্যুরো সদস্য ছিলেন। এছাড়া ১৯৯০ সালের ডিসেম্বর মাস থেকে ১৯৯১ সালের আগস্ট পর্যন্ত তিনি রাশিয়ার ভাইস প্রেসিডেন্ট ছিলেন।

১৯৯১ সালে অভুত্থানের সময় তিনি সরকারি জরুরি বিষয়ক কমিটির সদস্য ছিলেন। মিখাইল গর্বাচেভকে মতাচ্যুত করে নিজেকে সোভিয়েত ইউনিয়নের ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে ঘোষণাও দিয়েছিলেন।

পরে আগস্টের ভূমিকার জন্য তার বিচার হয়। তবে ঘটনাক্রমে সাধারণ মা পেয়ে ১৯৯৪ সালে ইয়ানায়েভ ছাড়া পেয়ে যান।

বাংলাদেশ স্থানীয় সময়: ১৬৫৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।