ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

পরীক্ষামূলক উড্ডয়নে ব্যর্থ পৃথ্বী-২

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০১০
পরীক্ষামূলক উড্ডয়নে ব্যর্থ পৃথ্বী-২

বেলারুশ (উড়িষ্যা): ভারতের নিজস্ব প্রযুক্তিতে তৈরি পারমাণবিক ক্ষমতাসম্পন্ন ক্ষেপণাস্ত্র পৃথ্বী-২ এর পরীক্ষামূলক উড্ডয়ন ব্যর্থ হয়েছে। প্রযুক্তিগত ক্রটির কারণে এটি ব্যর্থ হয় বলে প্রতিরক্ষা সূত্রে জানা যায়।



চান্দিপুরের উড়িষ্যার উপকূলের সমন্বিত পরীক্ষা কেন্দ্রে (আইটিআর) শুক্রবার এটি পরিচালিত হয়। খবর টাইমস অব ইন্ডিয়া’র।

এ বিষয়ে তাৎক্ষণিকভাবে আইটিআর কর্তৃপক্ষের কোনো মন্তব্য পাওয়া যায়নি। তবে ক্ষেপণাস্ত্রটির উড্ডয়নস্থল কমপ্লেক্স-৩ এর যান্ত্রিক কিছু ত্রুটির কারণে স্পর্শকাতর এ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা ব্যর্থ হয় বলে প্রতিরক্ষা সূত্রে জানা গেছে।

সশস্ত্র বাহিনীর ধারাবাহিক অনুশীলনের অংশ হিসেবে এ পরীক্ষার আয়োজন করা হয়েছিলো উল্লেখ করে সূত্র আরও জানায়, ‘মূল ক্ষেপণাস্ত্র বা উড্ডয়ন স্থানের পদ্ধতিগত ক্রটির কারণে পৃথ্বী-২ এর পরীক্ষা ব্যর্থ হয়ে থাকতে পারে। ’

শুক্রবারের পরিকল্পিত উড্ডয়নের সময় গোলযোগপূর্ণ শব্দসহ উড্ডয়নস্থল থেকে ধূয়া বের হতে দেখা গেছে। এ ব্যর্থতার প্রকৃত কারণ অনুসন্ধানের চেষ্টা করা হচ্ছে। এ লক্ষ্যে প্রতিরক্ষা বিজ্ঞানিরা সম্পূর্ণভাবে পরিস্থিতি পরীক্ষা করছেন।

এক বছর আইটিআর থেকে আরও চারটি এধরনের পরীক্ষামূলক উড্ডয়ন সফলভাবে সম্পন্ন হয়।

বাংলাদেশ স্থানীয় সময়: ১৬২৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।