ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

হিলারি-আব্বাসের দ্বিতীয় দফা বৈঠক শনিবার

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০১০
হিলারি-আব্বাসের দ্বিতীয় দফা বৈঠক শনিবার

নিউ ইয়র্ক: মধ্যপ্রাচ্য শান্তি আলোচনা এগিয়ে নিতে শনিবার ফিলিস্তিন প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস এবং মার্কিন পররাষ্ট্র মন্ত্রী হিলারি ক্লিনটন শনিবার আবারও বৈঠকে বসছেন। নিউ ইয়র্কে শুক্রবারের প্রথম দফা বৈঠক শেষে আব্বাস বলেছেন এখনো নতুন কিছু অর্জিত হয়নি।



এর আগে আব্বাসের উপদেষ্টা নাদিল আবু রাদিয়ান বলেন, শান্তি আলোচনা অব্যাহত রাখতে যুক্তরাষ্ট্রের প্রচেষ্টা আমরা পর্যলোচনা করে দেখছি। মাহমুদ আব্বাস যে কোনো ধরনের আপোস করতে অস্বীকার করেন বলে তিনি শুক্রবার বার্তা সংস্থা এএফপিকে জানান।

অন্যদিকে ইসরায়েল অবরুদ্ধ গাজায় বসতি স্থাপন শূন্য পর্যায়ে নামিয়ে আনবেনা বলে জানিয়েছেন ইসরায়েল সরকারের একজন উর্ধ্বতন কর্মকর্তা ।

মাকির্ন প্রেসিডেন্ট বারাক ওবামা ইসরায়েলের প্রতি বসতি স্থাপন স্থগিতা রাখার মেয়াদ বাড়ানো আহবানোর জানিয়েছেন।

শান্তি আলোচনাকে বেগবান করতে রাজনৈতিক তৎপরতা অব্যাহত রেখেছেন হিলারি। ২০ মাস বিরতির পর শুরু হওয়া আলাচনায় তিনি দুই পক্ষকে আলোচনার টেবিলে রাখার জেষ্টা অব্যাহত রেখেছেন।

তবে আলোচনার নতুন সমস্যা দেখা দিবে যদি চলতি সপ্তহে বসতি স্থাপন বন্ধ রাখার মেয়াদ ইসরায়েল না বাড়ায়।

তবে আলোচনার নতুন সমস্যা দেখা দিবে যদি চলতি সপ্তহে বসতি স্থাপন বন্ধ রাখার মেয়াদ ইসরায়েল না বাড়ায়।

গত ২ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের মধ্যস্ততায় ওয়াশিংটনে নতুন করে শান্তি আলোচনা শুরু হয়েছে।

বাংলাদেশ স্থানীয় সময়: ১১৩৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।