কাবুল: আফগানিস্তানের পূর্বাঞ্চলে শনিবার আফগান এবং ন্যাটো বাহিনীর অভিযানে ৩০ জন জঙ্গি নিহত হয়েছে। বিমান থেকে ও ভূমিতে ওই অভিযান চালানো হয়েছে।
ন্যাটো নেতৃত্বাধীন আন্তর্জাতিক নিরাপত্তা সহযোগিতা বাহিনী (আইএসএএফ) জানায়, কাবুলের দক্ষিণ পূর্বাঞ্চলের লংম্যান রাজ্যে আড়াইশ আফগান নিরাপত্তা বাহিনী এবং যৌথ বাহিনীর সেনারা অভিযান চালায়। হামলায় কোনো বেসামরিক লোক নিহত হয়েছে কিনা জানা যায়নি।
এদিকে আফগানিস্তানে সহিংসতা বেড়ে যাওয়ায় ওয়াশিংটন গভীর উদ্বেগ প্রকাশ করেছে।
গত সপ্তাহে অনুষ্ঠিত আফগান নির্বাচনকে সামনে রেখে দেশটির নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়।
আইএসএএফ এর অপর একটি বিবৃতিতে জানানো হয়, ঘরে বানানো বোমার হামলায় পূর্ব আফগানিস্তানে শুক্রবার দুই জন আইএসএএফ সদস্য নিহত হয়েছে।
বাংলাদেশ সময়: ১৬১০ঘণ্টা, সেপ্টেম্বর ২৫,২০১০