নয়াদিল্লি: ভারতের সর্বোচ্চ আদালতের তিন বিচারপতির সমন্বয়ে গঠিত একটি বেঞ্চে বাবরি মসজিদ মামলার রায় স্থগিতকরণ আবেদনের শুনানি হবে মঙ্গলবার। সর্বোচ্চ আদালতের প্রধান বিচারপতি এস এইচ কাপাদিয়া এবং অপর দুই বিচারপতি আফতাব আলম ও কেএস রাধাকৃষ্ণের সমন্বয়ে এ বেঞ্চ গঠিত হয়েছে।
সকাল সাড়ে দশটায় প্রথম কার্যদিবসেই রায় স্থগিত করার আবেদনের শুনানি শুরু হবে।
সহিংসতার আশঙ্কায় সাবেক আমলা রমেশ চান্দ ত্রিপাঠি মামলার রায় এক সপ্তাহ পেছানোর আবেদন জানান। ওই আবেদনের পরিপ্রেক্ষিতে সর্বোচ্চ আদালত বৃহস্পতিবার এলাহাবাদ হাই কোর্টের লèৌ বেঞ্চকে মামলার রায় এক সপ্তাহের জন্য পেছানোর আদেশ দেন।
একইসঙ্গে মঙ্গলবারের শুনানির সময় পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য অ্যাটর্নি জেনারেল জি ই ভাহানভাতিকে উপস্থিত থাকার আদেশ দিয়েছে আদালত।
তবে মামলার রায় স্থগিতের বিষয়টি নিয়ে বিচারপতি আর ভি রবীন্দ্ররন ও এইচ এল গোখলের মধ্যে মতানৈক্য দেখা দেয়।
রবীন্দ্ররনের মতে, ত্রিপাঠির এ আপিল বাতিল করা উচিত।
আর মামলার নিষ্পতির সম্ভবনা বিষয়ে কমপক্ষে একটি নোটিশ জারি করা উচিত বলে গোখলের মত দেন।
গোখলের বলেন, ‘যদি এখানে এক শতাংশও সম্ভবনা থাকে তাহলে মামলার নিষ্পত্তির জন্য অবশ্যই তা জানানো উচিত। ’
রবীন্দ্ররন বলেন, ‘নিয়ম অনুযায়ী আদালতের একজন সদস্য নোটিশ জারির পক্ষে ও আরেকজন এর বিপক্ষে থাকলে নোটিশটি অবশ্যই জারি হওয়া উচিত। ’
লèৌর অযোধ্যা বেঞ্চের তিন বিচারপতির একজন। বিচারপতি ডি ভি শর্মা ১ অক্টোবর পদত্যাগ করবেন বলে মঙ্গলবারের বিশেষ শুনানিকে গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।
বাংলাদেশ স্থানীয় সময়: ১৭০১ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০১০