ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

আল কায়েদার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে ইয়েমেন

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০১০
আল কায়েদার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে ইয়েমেন

সানা : দেশ ও ধর্মের ভাবমূর্তির জন্য ক্ষতিকর আল কায়েদার বিরুদ্ধে যুদ্ধ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন ইয়েমেনের প্রেসিডেন্ট আলি আব্দুল্লাহ সালেহ। রোববার দেশটির স্বাধীনতা দিবসে তিনি একথা বলেন।

 

প্রেসিডেন্ট বলেন, ‘সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ করতে আমরা প্রতিজ্ঞাবদ্ধ। তাদের কর্মকান্ড দেশের অর্থনীতির ক্ষতিকার। ’ বার্তা সংস্থা সাবা একথা জানায়।

সালেহ আরও বলেন, আল কায়েদা আমাদের ভুখন্ড ও মানুষের উপর আঘাত হেনেছে। তাদের মুখোমুখি হওয়া ছাড়া আমাদের আর কোনো পথ নেই।

ইয়েমেনে আগস্ট মাসে ধারাবাহিক বোমা হামলায় ৩৩ জন নিহত হয়েছে। এই হামলার দায় স্বীকার করে ইসলামি জঙ্গি সংগঠন।

এরআগে গত ১৮ সেপ্টেম্বর আল কায়েদা দণিাঞ্চলীয় হুতো শহর দখল করে নেয়।

ইয়েমেন ১৯৬২ সালের ২৬ সেপ্টেম্বর মিশরের কাছ থেকে স্বাধীনতা অর্জন করে।  


বাংলাদেশ স্থানীয় সময়: ১৫৫৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।