ঢাকা, বুধবার, ১ শ্রাবণ ১৪৩২, ১৬ জুলাই ২০২৫, ২০ মহররম ১৪৪৭

আন্তর্জাতিক

সম্পর্ক জোরদারে চীন গেছেন মেদভেদেভ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:১৩, সেপ্টেম্বর ২৬, ২০১০
সম্পর্ক জোরদারে চীন গেছেন মেদভেদেভ

দালিয়ান: চীন সফরের অংশ হিসেবে রোববার রাশিয়ার প্রাক্তন শহর দালিয়ান পৌঁছেছেন দেশটির প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ। চীনের সঙ্গে সম্পর্ক জোরদার করতেই তিনি এ সফর শুরু করেছেন।

 

তিনদিনের এ সফরের অংশ হিসেবে মেদভেদেভ সোমবার বেইজিং ও মঙ্গলবার সাংহাই যাবেন।

এসময় শক্তি চুক্তিসহ অন্যান্য চুক্তি স্বাক্ষরের সম্ভবনার বিষয়টি খতিয়ে দেখবেন মেদভেদেভ ও চীনের প্রেসিডেন্ট হু জিনতাও।    

সফরকালে ১৯০৪-০৫ পর্যন্ত সংঘটিত রাশিয়া-জাপান যুদ্ধ ও দ্বিতীয় বিশ্বযুদ্ধের নিহত সেনাদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানান রাশিয়ান প্রেসিডেন্ট। এরপর তিনি সোভিয়েত ও চীনের যুদ্ধাভিজ্ঞ নেতাদের সঙ্গে সাক্ষাৎ করবেন।

রাশিয়ানদের কাছে দালনাই নামে পরিচিত দালিয়ান বন্দরটি চীনের সঙ্গে ২৫ বছরের ইজারা চুক্তির ভিত্তিতে ১৮৯৮ সালে মস্কোর নিয়ন্ত্রণে আসে।

দীর্ঘদিনের অবরোধের পর ১৯০৪-০৫ সালের ভয়াবহ যুদ্ধের পর পোর্ট আর্থারের নৌঘাঁটি জাপান করায়াত্ত্ব করে। তবে ১৯৪৫ সালে সোভিয়েত ইউনিয়ন এখান থেকে জাপানিদের বিতাড়িত করে এবং দশ বছর পর তা চীনের কাছে হস্তান্তর করে। বর্তমানে লুশান নামে পরিচিত পোর্ট আর্থার এখন দালিয়ানের একটি অংশ।

বাংলাদেশ স্থানীয় সময়: ১৬৪০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।