ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে ক্লাবে গুলির ঘটনায় সন্দেহভাজন আটক 

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭২৬ ঘণ্টা, নভেম্বর ২১, ২০২২
যুক্তরাষ্ট্রে ক্লাবে গুলির ঘটনায় সন্দেহভাজন আটক 

যুক্তরাষ্ট্রের কলোরাডোর একটি ক্লাবে গুলিতে পাঁচজন নিহত ও ২৫ জন আহতের ঘটনায় সন্দেহভাজন এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। শনিবার রাতে ক্লাবটিতে গুলির ঘটনা ঘটে।

পুলিশ জানিয়েছে, একজন সন্দেহভাজনকে তাদের হেফাজতে নেওয়া হয়েছে। তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে। ক্লাবে দুই সাহসী ব্যক্তি তাকে দমাতে সমর্থ হয়েছিলেন।  

কলোরাডো স্প্রিংয়ের ক্লাব কিউ নামক প্রতিষ্ঠানটি ফেসবুকে লিখেছে, এটি তাদের সম্প্রদায়ের ওপর ‘একটি কাণ্ডজ্ঞানহীন হামলা’।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, আমেরিকানরা ঘৃণা সহ্য করতে পারে না এবং এটি সহ্য করা উচিত নয়।  

ভুক্তভোগীদের শনাক্ত করার সময় এবং ক্ষয়ক্ষতি নির্ধারণের সময় পুলিশ লোকজনকে ধৈর্য ধরতে বলেছিল। আহত কিছু লোককে হাসপাতালে নেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।  

স্থানীয় সময় শনিবার রাত ১১টা ৫৭ মিনিটের দিকে পুলিশ অস্ত্রধারী এক ব্যক্তির সম্পর্কে প্রাথমিক জরুরি কল পায়।

সন্দেহভাজনকে ক্লাবের ভেতরেই পাওয়া যায়। ঘটনাস্থলেই দুটি আগ্নেয়াস্ত্র পাওয়া যায়। আক্রমণকারী ব্যক্তি লং রাইফেল ব্যবহার করেছিল বলে ধারণা করা হচ্ছে।  

কেন এই গুলির ঘটনা ঘটেছে, সেই সম্পর্কে পুলিশ এখনো কিছু জানায়নি। তদন্তে এই হামলাকে ‘হেট ক্রাইম’ বলে বিবেচনা করা হবে ।

বাংলাদেশ সময়: ০৭১৭, নভেম্বর ২১, ২০২২ 
আরএইচ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।