ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁকে চড় মেরেছেন এক নারী। এ নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সম্প্রতি সংবাদ প্রকাশ করা হয়েছে।
কিন্তু জানা গেছে, ভিডিওটি অনেক পুরোনো। আগের একটি ঘটনার ভিডিও নতুন করে ভাইরাল হয়েছে।
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার সাংবাদিক লুক রুডকোস্কি তার ভেরিফায়েড টুইটার অ্যাকাউন্টে ভিডিওটি পোস্ট করেন ২১ নভেম্বর। ক্যাপশনে তিনি লেখেন, Emmanuel Macron got slapped up again. (ইমানুয়েল ম্যাক্রোঁ আবারও চড় খেয়েছেন)।
ভারতের হিন্দুস্তান টাইমসের অনলাইনও এ সংবাদ প্রকাশ করে। পরে অবশ্য তারা সংবাদটি সরিয়ে ফেলেছে।
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, মাস্ক পরিহিত ম্যাক্রোঁ কোথাও যাচ্ছিলেন। ওই সময় টি-শার্ট পরা এক নারী তাকে চড় মারেন। ঘটনার সময় গণমাধ্যমের কয়েকজন কর্মী সেখানে উপস্থিত ছিলেন। চড় মারার ঘটনার পরপরই ম্যাক্রোঁর নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মীরা দ্রুত ওই নারীকে মাটিতে চেপে ধরেন।
জানা গেছে, ঘটনাটি সাম্প্রতিক নয়। পুরোনো।
বাংলাদেশ সময়: ১১৫৯ ঘণ্টা, নভেম্বর ২২, ২০২২
জেডএ
Emmanuel Macron got slapped up again pic.twitter.com/puqyPnJOyB
— Luke Rudkowski (@Lukewearechange) November 20, 2022