ঢাকা, মঙ্গলবার, ৪ ভাদ্র ১৪৩২, ১৯ আগস্ট ২০২৫, ২৪ সফর ১৪৪৭

আন্তর্জাতিক

ভার্জিনিয়ায় ওয়ালমার্টের শোরুমে বন্দুক হামলায় নিহত ১০

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:০৭, নভেম্বর ২৩, ২০২২
ভার্জিনিয়ায় ওয়ালমার্টের শোরুমে বন্দুক হামলায় নিহত ১০

যুক্তরাষ্ট্রে ভার্জিনিয়া অঙ্গরাজ্যের চেসাপিক শহরে অবস্থিত মার্কিন বহুজাতিক খুচরা বিক্রেতা প্রতিষ্ঠান ওয়ালমার্টের একটি শোরুমে এলোপাতাড়ি গুলিতে ১০ জন নিহত হয়েছেন এবং আহতও হয়েছেন অনেকে।  

স্থানীয় সময় মঙ্গলবার রাতে এই হামলার ঘটনা ঘটে।

 

বিবিসি জানিয়েছে, গোলাগুলির এই ঘটনায় বন্দুকধারী নিজেও প্রাণ হারিয়েছে। ভার্জিনিয়ার চেসাপিকের ওয়ালমার্টে গোলাগুলির ঘটনায় ১০ জনের প্রাণহানি ঘটেছে।


টুইটারে দেওয়া এক বার্তায় চেসাপিক সিটি জানিয়েছে, শহরের স্যাম সার্কেলের ওয়ালমার্টে গোলাগুলি ও প্রাণহানির ঘটনা নিশ্চিত করেছে চেসাপিক পুলিশ। হামলাকারীও নিহত হয়েছেন।


এ বিষয়ে জানতে ওয়ালমার্ট এবং চেসাপিক পুলিশ বিভাগে যোগাযোগ করেছিল বিবিসি। তবে তাৎক্ষণিকভাবে কোনো সাড়া পাওয়া যায়নি।

আর হামলার শঙ্কা নেই বলে জানিয়েছে পুলিশ। ওই শহরে অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন রয়েছে।  

সূত্র: বিবিসি।

বাংলাদেশ সময়: ১৩০৫ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০২২ 
এসআইএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।