চীনে রেকর্ডসংখ্যক করোনা রোগী শনাক্ত হয়েছে, যা মহামারি শুরুর পর এক দিনে সর্বোচ্চ। যদিও ভাইরাসটি নির্মূলে দেশটিতে সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হয়েছে।
রাজধানী বেইজিং ও দক্ষিণের বাণিজ্য শহর গুয়াংজুসহ বেশ কয়েকটি প্রধান শহরে করোনাভাইরাস ছড়িয়ে পড়েছে।
বুধবার চীনে ৩১ হাজার ৫২৭ জনের করোনা শনাক্ত হয়েছে। গত এপ্রিলে শনাক্তের সংখ্যা প্রায় ২৮ হাজার ছুঁয়েছিল। সেসময় সাংহাইয়ে লকডাউন জারি ছিল।
চীনের শূন্য-কোভিড নীতি দেশটিতে ১ দশমিক ৪ বিলিয়ন মানুষের জীবন রক্ষা করেছে। তবে বিপর্যয় নামে অর্থনীতি ও মানুষের জীবনে।
কোভিড-বিধি কিছুটা শিথিলের কয়েক সপ্তাহের মধ্যেই দেশটিতে সংক্রমণ বাড়তে শুরু করে। শিথিলের অংশ হিসেবে কোয়ারেন্টাইনের মেয়াদ কিছুটা কমানো হয়।
নতুন করে চীনের ৩১টি প্রদেশে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। প্রেসিডেন্ট শি জিনপিং বলেছেন, বয়স্ক লোকদের রক্ষায় দেশটিতে কঠোর নিষেধাজ্ঞা প্রয়োজন।
সূত্র: বিবিসি
বাংলাদেশ সময়: ১৫৫৭, নভেম্বর ২৪
আরএইচ