ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

অস্ট্রেলিয়ায় তরুণী খুন, ৪ বছর পর অভিযুক্ত ভারতে গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৮ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০২২
অস্ট্রেলিয়ায় তরুণী খুন, ৪ বছর পর অভিযুক্ত ভারতে গ্রেফতার

চার বছর আগে অস্ট্রেলিয়ার সৈকত থেকে এক তরুণীর মরদেহ উদ্ধারের ঘটনায় ভারতে এক ব্যক্তি গ্রেফতার হয়েছেন।  

২৪ বছর বয়সী ওই তরুণীর মরদেহ পাওয়া যায় ২০১৮ সালের অক্টোবরে।

তিনি নৃশংস হামলার শিকার হন।  

চলতি মাসের শুরুর দিকে কুইন্সল্যান্ড সরকার হত্যাকাণ্ডের বিষয়ে তথ্যের জন্য এক মিলিয়ন অস্ট্রেলিয়ান ডলার পুরস্কার ঘোষণা করে।  

ওই তরুণীকে হত্যায় অভিযুক্ত গ্রেফতার ব্যক্তির নাম রাজিন্দার সিং।

কুইন্সল্যান্ড পুলিশ বলছে, রাজিন্দার সিংকে দিল্লির কর্মকর্তারা শুক্রবার গ্রেফতার করেছেন। শিগগিরই তিনি আদালতের শুনানির মুখোমুখি হবেন বলে আশা করা হচ্ছে।  ফৌজদারি মামলায় তাকে অস্ট্রেলিয়ায় আনা হবে।  

কুইন্সল্যান্ডের পুলিশ কমিশনার কাটারিনা ক্যারল বলেন, আদালতে চালানের আগে তাকে শক্ত মামলা দেওয়ার বিষয়ে আমি আত্মবিশ্বাসী।  

গোয়েন্দারা ওই তরুণীর মৃত্যুর বিষয়ে কিছু তথ্য জানিয়েছেন। ২০১৮ সালের ২১ অক্টোবর ওই তরুণী তার কুকুর নিয়ে হাঁটতে বের হয়ে আর ফিরে আসেননি। পরদিন তার বাবা মরদেহ খুঁজে পান। তার দেহ বালিতে অর্ধেক পুঁতে রাখা ছিল।  

চলতি মাসের শুরুর দিকে অস্ট্রেলিয়ান কর্তৃপক্ষ হত্যাকারীকে খুঁজে পেতে নাগরিকদের সহায়তা চায়।  

ভারতীয় নাগরিক রাজিন্দার সিংয়ের বাড়ি পাঞ্জাবে। ওই তরুণী যখন হত্যার শিকার হন, সেসময় তিনি ঘটনাস্থল থেকে মাত্র দুই ঘণ্টার দূরত্বে থাকতেন।

কমিশনার ক্যারল বলেন, অভিযুক্ত ব্যক্তি গ্রেফতার এড়াতে পালিয়ে  ছিলেন।

সূত্র: বিবিসি

বাংলাদেশ সময়: ১৫২১, নভেম্বর ২৫
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।