ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

বাবরি মসজিদ রায়ের বিরুদ্ধে আপিল করবে ওয়াক্‌ফ বোর্ড

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১৩ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০১০
বাবরি মসজিদ রায়ের বিরুদ্ধে আপিল করবে ওয়াক্‌ফ বোর্ড

অযোধ্যা: বাবরি মসজিদ মামলার রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আপিল করবে সুন্নি ওয়াক্ফ বোর্ড।

বৃহস্পতিবার ঘোষিত এলাহাবাদ হাইকোর্টের রায় অনুযায়ী, বিরোধপূর্ণ অযোধ্যার পবিত্র ভূমিকে তিনটি অংশে ভাগ করা হবে।

মোট ২ দশমিক ৭ একর ভূমির এক-তৃতীয়াংশ করে ওয়াক্ফ বোর্ড, হিন্দু মহাসভা ও নির্মোহী আখড়ার মধ্যে ভাগ দেওয়া হবে।

ওয়াক্ফ বোর্ড জানিয়েছে, তারা এই রায়ের সঙ্গে একমত নয়।

রায়ে বলা হয়, বিরোধপূর্ণ ওই ভূমিটি রামের জন্মস্থান। একইসঙ্গে বলা হয়, মূল গম্বুজের যে অংশ রামের প্রতিমা রয়েছে সেই অংশটি পাবে হিন্দু জনগোষ্ঠী।

বাংলাদেশ সময়: ২১২৭ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।