ঢাকা: পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের নেতৃত্বে বাংলাদেশের একটি প্রতিনিধিদল শিলচর-সিলেট ফেস্টিভ্যালে যোগ দিতে ভারতের আসামের শিলচরে গিয়েছে।
প্রতিনিধিদলটি শুক্রবার (২ ডিসেম্বর) সিলেট সীমান্তের শেওলা স্থলবন্দর দিয়ে আসামে প্রবেশ করে।
ভারতীয় অংশের সুতারকান্দি সীমান্তে পৌঁছানোর পর পররাষ্ট্রমন্ত্রী সন্তোষ প্রকাশ করে বলেন, ৫০ বছর পর শেওলা-সুতারকান্দি হয়ে বাংলাদেশ-ভারত সীমান্ত অতিক্রম করলাম। আমাদের প্রতিনিধিদলকে তারা উষ্ণ, বন্ধুত্ব ও সৌহার্দ্যপূর্ণভাবে স্বাগত জানিয়েছে।
তিনি বলেন, এটি একটি ঐতিহাসিক ঘটনা। কারণ দুই প্রতিবেশী আশা-আকাঙ্খার পরিবেশে একত্রিত হয়েছে।
মন্ত্রী ভারতের সুতারকান্দির বর্ডার ইন্টিগ্রেটেড চেকপোস্টকে তাদের চমৎকার ব্যবস্থার জন্য ধন্যবাদ জানান।
আসামের শিলচরে ২-৩ ডিসেম্বর প্রথম শিলচর-সিলেট ফেস্টিভ্যালে প্রধান অতিথি হিসেবে পররাষ্ট্রমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়েছে।
বাংলাদেশের প্রতিনিধিদলে রয়েছেন ইকবালুর রহিম, গাজী মোহাম্মদ শাহনওয়াজ, মহিবুর রহমান মানিক, সাবেক পররাষ্ট্র সচিব শমসের মোবিন চৌধুরী, ব্যবসায়ী, রাজনীতিবিদ ও মিডিয়া প্রতিনিধিরা।
বাংলাদেশ সময়: ২০৩১ ঘণ্টা, ডিসেম্বর ২, ২০২২
টিআর/আরএইচ