ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

মোবাইলে কথা বলার সময় ট্রেনের ধাক্কায় মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪০ ঘণ্টা, ডিসেম্বর ৩, ২০২২
মোবাইলে কথা বলার সময় ট্রেনের ধাক্কায় মৃত্যু

ঢাকা: রাজধানীর কুড়িল বিশ্বরোডে মোবাইলে কথা বলার সময় ট্রেনের ধাক্কায় জুতা ব্যবসায়ী বিল্লাল শিকদার (৩৭) নামে এক ব্যক্তি মারা গেছে।

শনিবার (৩ ডিসেম্বর) আনুমানিক সকাল ৭টার দিকে কুড়িল বিশ্বরোড রেললাইনে এ ঘটনা ঘটে।

ঢাকা রেলওয়ে থানার বিমানবন্দর রেলস্টেশনের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) কামরুল হাসান এই তথ্য নিশ্চিত করে জানান, বিল্লাল শিকদার মোবাইলে কথা বলতে বলতে রেললাইন অতিক্রম করার সময় ঢাকা থেকে ছেড়ে যাওয়া ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই সে মারা যায়।

নিহত মাদারীপুর কালকিনি উপজেলার মৃত আনোয়ার হোসেনের সন্তান। বর্তমানে বাড্ডা নতুন বাজার এলাকায় থাকতেন।

ওই পুলিশ কর্মকর্তা আরও জানান, নিহতর পরিবারের থেকে জানা গেছে গ্যাসের চুলা মেরামত করার জন্য সেখানে গিয়েছিলেন। পরে অসতর্কতা বসত রেললাইনে মোবাইলে কথা বলার সময় এ দুর্ঘটনা ঘটে।  

মৃতদেহ পুলিশ হেফাজতে রাখা হয়েছে। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে লাশ হস্তান্তরের প্রক্রিয়াধীন আছে।

বাংলাদেশ সময়: ১০৪০ ঘণ্টা, ডিসেম্বর ৩, ২০২২
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।