ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

তালতলীতে প্রধানমন্ত্রীর কাছে পুর্নবাসনের দাবিতে মানববন্ধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৯ ঘণ্টা, ডিসেম্বর ৩, ২০২২
তালতলীতে প্রধানমন্ত্রীর কাছে পুর্নবাসনের দাবিতে মানববন্ধন

বরগুনা: বরগুনার তালতলীতে পানি উন্নয়ন বোর্ডের ভেরিবাঁধের ওপর অবৈধ ১৪৭ দোকান প্রশাসন গুড়িয়ে দেয়ার প্রতিবাদে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের ধর্মঘটের এক দিন পর প্রধানমন্ত্রীর কাছে পুর্নবাসনের দাবিতে মানববন্ধন।

শনিবার (০৩ ডিসেম্বর) ১১টার দিকে উপজেলার ছোটবগী বাজারে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করেছে।

মানববন্ধনে বক্তারা বলেন, গত বৃহস্পতিবার (১ ডিসেম্বর) সকালে বরগুনা ভূমি অধিগ্রহণ শাখার সিনিয়র সহকারী কমিশনার মো. মনিরুজ্জামানের নেতৃত্বে পুলিশ প্রশাসন ভেকু মেশিন দিয়ে ১৪৭টি অবৈধ স্থাপনা গুড়িয়ে দিয়েছেন। অনেকেই তাদের মালামাল সরিয়ে নিতেও পারেননি। বার বার অনুরোধ করেও কোন সমাধান মেলেনি। ব্যবসা না করতে পারলে তাদের সংসার চালানো সম্ভব হবে না। এ সময় ব্যবসায়ীরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের পুর্নবাসনের দাবি জানিয়েছেন।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাকির হোসেন চুন্নু, উপজেলা আওয়ামী লীগের সদস্য খালিদ মাসুদ, জেলা যুবলীগের ধর্ম বিষয়ক সম্পাদক ইমতিয়াজ ইমন নয়ন, উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক শামীম পাটোয়ারী, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আল মামুন, ছোটবগী ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মজিবুর রহমান বিশ্বাস, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান খলিলুর রহমান, জেলা বিএনপির সাবেক সভাপতি নজরুল ইসলাম মোল্লা, বাজার কমিটির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন সিকদার, দুলাল সিকদার প্রমুখ।

উল্লেখ্য, গত ১ ডিসেম্বর অবৈধ স্থাপনা উচ্ছেদ করার পর থেকে গত দুইদিন ধরে সাপ্তাহিক বাজার, দোকানপাট ও পায়রা নদীতে খেয়া চলাচল বন্ধ করে দিয়েছেন তারা। এতে দুর্ভোগে পড়েছেন হাজার হাজার মানুষ।

বাংলাদেশ সময়: ১৬০৮ ঘণ্টা, ডিসেম্বর ৩, ২০২২
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।