ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

এবার টানা জালে আটকা পড়েছে শত শত জেলিফিশ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২২১ ঘণ্টা, ডিসেম্বর ৩, ২০২২
এবার টানা জালে আটকা পড়েছে শত শত জেলিফিশ

কক্সবাজার: কক্সবাজার সমুদ্র সৈকতের শৈবাল পয়েন্টে এবার জেলেদের টানা জালে আটকা পড়ছে শত শত জেলিফিশ।

সৈকতের বিচকর্মী বেলাল হোসেন জানিয়েছেন, শুক্রবার (২ ডিসেম্বর) সকাল ১১টায় এসব জেলিফিশ আটকা পড়া টানা জালটি টেনে উপকূলে আনা হয়।

এতে জেলিফিশ দেখে জেলেরা যা ফেলে দিয়েছি সাগরে। ফলে এসব জেলিফিশ মারা গিয়ে সৈকতে ভাসছে।

এর আগে, ১১ নভেম্বর ও আগস্ট মাসের শুরুতে সৈকতের বিভিন্ন পয়েন্টে শত শত জেলিফিশ ভেসে আসে।

বাংলাদেশ ওশানোগ্রাফিক রিসার্স ইনস্টিটিউটের মহাপরিচালক সাঈদ মাহমুদ বেলাল হায়দার জানিয়েছেন, আগের জেলিফিশ ভেসে আসার কারণ হিসেবে
প্রাথমিকভাবে জেলিফিশ জেলেদের জালে আটকা পড়ে মারা যাচ্ছে বলে মনে হয়েছিল। এবার তার কিছুটা সত্যতা পাওয়া গেল।

তিনি জানান, এ জেলিফিশটি হোয়াইট টাইপ জেলিফিশ। সাগরে যেসব জেলিফিশ রয়েছে তার মধ্যে এটি খাদ্য হিসেবে বিভিন্ন দেশে বেশ জনপ্রিয়।

বাংলাদেশ সময়: ২২২২ ঘণ্টা, ডিসেম্বর ০৩, ২০২২
এসবি/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।