ঢাকা: স্বাধীন বাংলা বেতারের কণ্ঠশিল্পী তিনজন বীর মুক্তিযোদ্ধাকে সম্মাননা দিয়েছে পরিকল্পনা মন্ত্রণালয়। শুক্রবার (১৬ ডিসেম্বর) বিকেলে পরিকল্পনা মন্ত্রণালয়ের শহীদ মিনারে বিজয় দিবস উপলক্ষে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভায় এ সম্মাননা দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান। তিনি স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের তিন বীর মুক্তিযোদ্ধা আশরাফুল আলম, রফিকুল আলম ও বুলবুল মহলানবীশের হাতে সম্মাননা তুলে দেন।
এ সময় মন্ত্রী বলেন, মুক্তিযুদ্ধে অনেককে হারানোর বেদনায় আমরা আপ্লুত। তারপরও আমরা আজকের দিনে আনন্দিত; তাদের জন্য আমরা এ দিনটি পেয়েছি। এজন্য আমরা গর্ববোধ করি।
অনুষ্ঠানে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পীরা। আবৃত্তি পরিবেশন করেন আবৃত্তিকার শিমুল মুস্তাফা। সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনা করেন নাট্য অভিনেত্রী আফসানা মিমি।
পরিকল্পনা সচিব মো. মামুন-আল-রশীদ, পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব ড. শাহনাজ আরেফিন, পরিকল্পনা কমিশনের সদস্যসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৭২৭ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০২২
এসএমএকে/এমজে