ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

মনোহরগঞ্জে ট্রাক্টর উল্টে চালক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪১ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০২২
মনোহরগঞ্জে ট্রাক্টর উল্টে চালক নিহত

কুমিল্লা: কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলায় ট্রাক্টর উল্টে এর চালক মো. শামীম নিহত হয়েছেন।  

রোববার (১৮ ডিসেম্বর) দুপুরে উপজেলার সাইকচাইল উত্তর পাড়ায় ব্রিজের পাশে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মো. শামীম একই এলাকার শহিদুল ইসলামের ছেলে।  

স্থানীয় সূত্রে জানা গেছে, শামীম ট্রাক্টর দিয়ে সাইকচাইল ও আশপাশের এলাকায় হাল চাষ করতেন। রোববার দুপুরে ওই ব্রিজের আশপাশের জমি চাষ শেষে রাস্তায় ওঠার সময় ট্রাক্টরটি উল্টে যায়। এসময় ট্রাক্টরের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান তিনি।  

মনোহরগঞ্জের নাথেরপেটুয়া পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) আবদুর রহিম বলেন, ঘটনাস্থলে আছি। শামীম একাই ট্রাক্টরে ছিলেন। নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক্টরটি উল্টে ঘটনাস্থলেই তিনি মারা গেছেন। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হচ্ছে।
 
বাংলাদেশ সময়: ১৬৩৮ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০২২
এসআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।