ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

শরীরে আর্জেন্টিনার পতাকা এঁকে শহর ঘুরলেন তিনি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯০৪ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০২২
শরীরে আর্জেন্টিনার পতাকা এঁকে শহর ঘুরলেন তিনি

নীলফামারী: আর্জেন্টিনা ফুটবল দল ও লিওনেল মেসিকে দারুণ ভালোবাসেন পার্বতীপুরের মাহবুর ইসলাম ।  

ভালোবাসার বহিঃপ্রকাশ হিসেবে রোববার (১৮ ডিসেম্বর) বিকেলে শরীরে আর্জেন্টিনার পতাকা এঁকে মোটরসাইকেলযোগে শহর ঘুরছেন তিনি।

এদিন অনেককে মাহবুর ইসলামের সঙ্গে সেলফি তুলতে দেখা যায়।  

মাহবুর ইসলামের বাড়ি দিনাজপুরের পার্বতীপুর শহরের পুরাতন বাজার গোয়ালাপট্টি মহল্লায়। বিশ্বকাপ ফুটবল শুরুর আগে থেকেই পার্বতীপুর পৌর এলাকায় ফ্রান্স ও আর্জেন্টিনাসহ বিভিন্ন দলের ভক্তদের উন্মাদনা শুরু হয়।

নিজ প্রিয় দলের পতাকা, ব্যানার টাঙানোর প্রতিযোগিতায় নামেন ভক্তরা। রোববার রাত ৯টা ফাইনালের দিন অনেকে হাত-মুখসহ শরীরের বিভিন্ন জায়গায় দলীয় পতাকা এঁকে খেলা দেখেছেন।  

পৌর এলাকাজুড়ে শিশু-কিশোরদের মধ্যে প্রিয় দলের পতাকা মুখে এঁকেছেন।  

মাহবুর ইসলাম বলেন, আর্জেন্টিনা দলকে ভালোবাসি। তাই সকাল থেকেই মুখে, হাতে ও শরীর আর্জেন্টিনার পতাকার রঙে রঙিন করেছি। আর্জেন্টিনার জার্সির সঙ্গে শরীরে পতাকা এঁকে বড় পর্দায় সবার সঙ্গে খেলা দেখেছি।  

মাহবুর ইসলামের মুখে ও শরীরে রংতুলি দিয়ে আর্জেন্টিনার পতাকা এঁকেছেন পার্বতীপুর শহরের পুরাতন বাজার এলাকার শিল্পী হারুন।

আর্জেন্টিনার সমর্থক ও খোলাহটি ডিগ্রি কলেজের শরীর চর্চা শিক্ষক মো. কামরুল হক বলেন, শুনেছি, মাহবুব ইসলাম তার শরীরে আর্জেন্টিনার পতাকা এঁকেছেন। তার শরীরে আর্জেন্টিনার পতাকা আঁকায় আনন্দ আরও কয়েক গুণ বেড়ে যাচ্ছে।

বাংলাদেশ সময়: ০৯০০ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০২২
এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।