ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

তাহিরপুরে ভারতীয় চোরাই কয়লার চালান জব্দ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৬ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০২২
তাহিরপুরে ভারতীয় চোরাই কয়লার চালান জব্দ

সুনামগঞ্জ: সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার সীমান্ত দিয়ে চোরাচালানের মাধ্যমে ভারত থেকে আনা ২৫ টন অবৈধ কয়লার চালান জব্দ করেছে থানা পুলিশ।

মঙ্গলবার (২০ ডিসেম্বর) উপজেলার পাটলাই নদীতে থেকে ট্রলারসহ কয়লার চালান জব্দ করে তাহিরপুর থানা পুলিশ।

এ সময় ৪ চোরাকারবারি নদী সাঁতড়ে পালিয়ে যায়।  

এ সময় ইঞ্জিনচালিত ট্রলারে তাহিরপুরের পাটলাই নদীর নৌপথ ব্যবহার করে চোরাই কয়লা নেত্রকোনার কলমাকান্দা নিয়ে যাওয়ার পথে প্রায় ২০০ বস্তা অবৈধ কয়লা জব্দ করা হয়।  

সহকারি পুলিশ সুপার (তাহিরপুর - জামালগঞ্জ) মো. সাহিদুর রহমান চোরাই কয়লা জব্দের বিষয়টি নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে চোরাই কয়লার চালান জব্দ করা হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।  

বাংলাদেশ সময়: ১৮৫৫ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০২২
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।