ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

আগুন পোহাতে গিয়ে বৃদ্ধা দগ্ধ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৫ ঘণ্টা, জানুয়ারি ৬, ২০২৩
আগুন পোহাতে গিয়ে বৃদ্ধা দগ্ধ

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় শীত নিবারণের চেষ্টায় আগুন পোহাতে গিয়ে চাহারন নেসা নামে এক বৃদ্ধা অগ্নিদগ্ধ হয়েছেন। এতে তার শরীরের ৬০ শতাংশ পুড়ে গেছে।

শুক্রবার (৬ ডিসেম্বর) সকাল ৯টার দিকে উপজেলার পুটিমারি গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

দগ্ধ চাহারন নেসা (৭০) আলমডাঙ্গার রোয়াকুলি গ্রামের মৃত ঝড়ু মিস্ত্রীর স্ত্রী।

স্বজনরা জানিয়েছেন, নিজের মেয়ের বাড়ি পুটিমারি গ্রামে বেড়াতে গিয়েছিল চাহারন। শুক্রবার সকালে শীত নিবারণ করতে খড়কুটো দিয়ে আগুন জ্বালায় শিশুরা। সেখানে আগুন পোহাতে বসেন ওই বৃদ্ধা। এসময় অসাবধানতাবশত শাড়ির আঁচলে আগুন লেগে যায়। সেখান থেকেই শরীর ঝলসে যায় আগুনে। পরে তাকে উদ্ধার করে নেওয়া হয় চুয়াডাঙ্গা সদর হাসপাতালে।  

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের সার্জারি কনসালটেন্ট ডা. এহসানুল হক তন্ময় জানান, বৃদ্ধার শরীরের বিভিন্ন স্থান আগুনে পুড়ে গেছে। তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। একইসঙ্গে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৬০৫ ঘণ্টা, জানুয়ারি ০৬, ২০২৩
এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।