ঢাকা, শনিবার, ২৬ আশ্বিন ১৪৩২, ১১ অক্টোবর ২০২৫, ১৮ রবিউস সানি ১৪৪৭

জাতীয়

সপ্তম জাতীয় মানবসম্পদ সম্মেলন ৫ ডিসেম্বর

স্পেশাল করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:৩৭, অক্টোবর ১১, ২০২৫
সপ্তম জাতীয় মানবসম্পদ সম্মেলন ৫ ডিসেম্বর

আগামী ৫ ডিসেম্বর ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে সপ্তম জাতীয় মানবসম্পদ সম্মেলন।  

শনিবার (১১ অক্টোবর) ঢাকা রিপোটার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়েছে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, ঢাকা শেরাটন হোটেলে এই সপ্তম জাতীয় এইচআর কনভেনশন ২০২৫ আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশের সব মানবসম্পদ নিয়ে সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ হিউম্যান রিসোর্স অর্গানাইজেশন্স (এফবিএইচআরও)। এতে দেশ-বিদেশের এক হাজারের বেশি মানবসম্পদ বিশেষজ্ঞ, ব্যবসায়ী নেতা, উদ্যোক্তা, করপোরেট নির্বাহী এবং আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বিশেষজ্ঞরা অংশ নেবেন।

এবারের মূল প্রতিপাদ্য, ‘এআই ও হিউম্যান ক্যাপিটাল: ড্রাইভিং বিজনেস এজিসিটি অ্যান্ড ইনোভেশন’ যেখানে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এবং মানবসম্পদ উন্নয়নের সমন্বয় ঘটিয়ে ভবিষ্যতের কর্মক্ষেত্রকে কীভাবে দক্ষতা ও উদ্ভাবনের পথে এগিয়ে নেওয়া যায় তা নিয়ে আলোচনা হবে। এর উদ্বোধনী মূল প্রবন্ধ উপস্থাপন করবেন আন্তর্জাতিক অঙ্গনের খ্যাতিমান বক্তা এসএইচআরএমের প্রেসিডেন্ট ও সিইও জনি সি. টেইলর জুনিয়র এবং সমাপনী মূল প্রবন্ধ উপস্থাপন করবেন এক্সিকিউটিভ লিডারশিপ সিস্টেমের ফাউন্ডার ও সিইও ড. এড হ্যালসেন। উদ্বোধনী এবং সমাপনী মূল প্রবন্ধের বাইরে আরেকটি মূল প্রবন্ধ উপস্থাপন করবেন এফবিএইচআরওর প্রেসিডেন্ট ড. মোশাররফ হোসেন।

দেশের শীর্ষস্থানীয় ২০ জন উদ্যোক্তা, সিইও, এইচয়ার লিডার এবং করপোরেট বিশেষজ্ঞ তাদের অভিজ্ঞতা ও দৃষ্টিভঙ্গি তুলে ধরবেন, যা বাংলাদেশের প্রতিষ্ঠানগুলোকে আগামীর চ্যালেঞ্জ মোকাবিলায় সহায়তা করবে।

সংবাদ সম্মেলনে আরও বলা হয়, এফবিএইচআরও’ বিশ্বাস করে যে এই কনভেনশনটি মানবসম্পদ উন্নয়ন, প্রাতিষ্ঠানিক রূপান্তর এবং জাতীয় প্রতিযোগিতা সক্ষমতা বাড়াতে একটি মাইলফলক হিসেবে কাজ করবে এবং বাংলাদেশকে এআই-নির্ভর বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত করবে।

সপ্তম মানবসম্পদ সম্মেলনের বিস্তারিত জানা যাবে: www.fbhro.org

সংবাদ সম্মেলনে বক্তব্য দেন এফবিএইচআরওর প্রেসিডেন্ট ড. মোশাররফ হোসেন, ভাইস প্রেসিডেন্ট ড. ফরিদ এ. সোবহানি, সেক্রেটারি জেনারেল অধ্যাপক মঈনুদ্দিন চৌধুরী, কনভেনশন চেয়ার মাইজবসের সিইও মো. কামরুজ্জামান।

এমইউএম/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।