ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

রাজশাহীতে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল নারীর

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৮ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০২৩
রাজশাহীতে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল নারীর ছবি: প্রতীকী

রাজশাহী: শাশুড়ির জন্য ওষুধ কিনতে গিয়ে ট্রাকের ধাক্কায় সাহেরা বেগম (৪০) নামে এক নারীর মৃত্যু হয়েছে।  

শনিবার (২১ জানুয়ারি) বিকেলে রাজশাহীর গোদাগাড়ী উপজেলার কাঁকনহাট-কাশিয়াডাঙ্গা সড়কের রহমতপুরে এ দুর্ঘটনা ঘটে।

 

খবর পেয়ে গোদাগাড়ী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে সুরতহাল প্রতিবেদন তৈরির পর সন্ধ্যায় মরদেহ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়। সাহেরা উপজেলার কুপাকান্দি গ্রামের আলম আলীর স্ত্রী।  

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম বাংলানিউজকে জানান, বিকেলে শাশুড়ির জন্য ওষুধ আনতে ভ্যানে করে যাচ্ছিলেন সাহেরা। ভ্যানটি চালাচ্ছিলেন তার শ্বশুর। তারা কাঁকনহাট গোদাগাড়ী সড়কে পৌঁছালে রাজশাহীমুখী একটি ফিডবাহী মিনি ট্রাক তাদের ভ্যানটি ধাক্কা দেয়। এতে ভ্যানটি দুমড়ে-মুচড়ে গিয়ে ঘটনাস্থলেই সাহেরার মৃত্যু হয়। এ সময় তার শ্বশুর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেন। এ সুযোগে ট্রাকটি ফেলে পালিয়ে যান চালক ও হেলপার। তাদের শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় থানায় মামলা হবে।  

বাংলাদেশ সময়: ২০২৬ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০২২
এসএস/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।