ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

গাজীপুরে ট্রেনে কাটা পড়ে নিহত ২

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫১ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০২৩
গাজীপুরে ট্রেনে কাটা পড়ে নিহত ২ ট্রেনে কাটা: প্রতীকী ছবি

গাজীপুর: গাজীপুর সিটি করপোরেশনের পূবাইল বসুগাঁও এলাকায় ট্রেনে কাটা পড়ে পোশাক কারখানার দুই শ্রমিক নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) দুপুরে বসুগাঁও এলাকায় টঙ্গী-ভৈরব রেললাইনে এ ঘটনা ঘটে।

 

নিহতরা হলেন- গাইবান্ধার ফুলছড়ি থানার তিনথোপা এলাকার আব্দুল রহিমের ছেলে মিলন মিয়া (১৮) ও ময়মনসিংহের গফরগাঁও থানার রসুলপুর এলাকার নুরু মিয়ার মেয়ে ঝর্ণা আক্তার (২৮)।

নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম জানান, পূবাইল এলাকায় বাসা ভাড়া থেকে স্থানীয় একটি পোশাক কারখানায় চাকরি করতো মিলন মিয়া ও ঝর্ণা আক্তার। দুপুরে তারা পূবাইল বসুগাঁও এলাকায় হেঁটে টঙ্গী-ভৈরব রেললাইন পার হচ্ছিল। এ সময় নরসিংদীগামী একটি ট্রেনে কাটা পড়ে মিলন মিয়া ও ঝর্ণা আক্তার ঘটনাস্থলে মারা যায়। পড়ে নিহতের স্বজনদের আবেদনের প্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে মরদেহ হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯৫১, জানুয়ারি ২৬, ২০২৩
আরএস/জেএইচ 
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।