ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

কোমরে ৫৮ লাখ টাকার সোনা লুকিয়ে সাইকেলে যাচ্ছিলেন তিনি

নিউজ ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৩ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০২৩
কোমরে ৫৮ লাখ টাকার সোনা লুকিয়ে সাইকেলে যাচ্ছিলেন তিনি

যশোর: কোমরে ৫৮ লাখ টাকার স্বর্ণের বার লুকিয়ে সাইকেল চালিয়ে পাচারের উদ্দেশ্যে যাচ্ছিলেন তিনি। যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়া এলাকায় বিজিবির (বর্ডার গার্ড বাংলাদেশ) সদস্যরা তাকে হাতেনাতে ধরে ফেলে।

শুক্রবার (২৭ জানুয়ারি) সকাল ১১টার দিকে স্বর্ণের চালানসহ আবুল কালাম (৬৪) নামের ওই স্বর্ণ পাচারকারীকে আটক করা হয়।

আটক আবুল কালাম শার্শা উপজেলার বাগআঁচড়া গ্রামের মৃত আলহাজ জামাল হোসেনের ছেলে।  

শুক্রবার রাত ১১টা ৪৫ মিনিটে এক প্রেসনোটের মাধ্যমে বিষয়টি সংবাদকর্মীদের জানায় বিজিবি।  

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লে. কর্নেল শাহেদ মিনহাজ ছিদ্দিকী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শার্শা উপজেলার বাগআঁচড়া এলাকায় অভিযান চালিয়ে আবুল কালাম নামে এক সাইকেল আরোহীকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে কোমরে বিশেষ কায়দায় লুকানো ৫টি স্বর্ণের বার পাওয়া যায়। যার ওজন তিন কেজি ৫৮৩ গ্রাম।  

তিনি জানান, উদ্ধার করা স্বর্ণের বাজারমূল্য ৫৮ লাখ ৩০ হাজার টাকা। আটক আসামি ও স্বর্ণ শার্শা থানায় মামলার মাধ্যমে ট্রেজারিতে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন।

বাংলাদেশ সময়:  ১৩৫৮ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০২৩
এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।