ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

অপহরণের পর দলবদ্ধ ধর্ষণ, দুই যুবকের যাবজ্জীবন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৮ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০২৩
অপহরণের পর দলবদ্ধ ধর্ষণ, দুই যুবকের যাবজ্জীবন

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের রুপগঞ্জে এক কিশোরীকে অপহরণের পর ধর্ষণ ও মুক্তিপণ আদায়ের দায়ে দুই যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

মঙ্গলবার (৩১ জানুয়ারই) নারায়ণগঞ্জ নারী ও শিশু নির্যাতন ট্রাইবুনালের বিচারক নাজমুল হক শ্যামল আসামিদের অনুপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।

সাজাপ্রাপ্তরা হলেন- জাফর ইসলাম রিজভী (৩৬) ও সজিব ভূইয়া বাবু (৩৬)।

রায়ের বিষয়টি নিশ্চিত করেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি অ্যাডভোকেট রকিবউদ্দিন আহমেদ।

মামলার নথিসূত্রে পিপি রকিবউদ্দিন আহমেদ জানান, ২০১২ সালের ১৭ সেপ্টেম্বর সন্ধ্যা ৫টা থেকে রাত ১০টার যে কোনো সময়ে রুপগঞ্জ থানার পূবেরগাও এলাকা থেকে ভিকটিমকে অপহরণ করে নিয়ে আসামিরা পালাক্রমে ধর্ষণ করে এবং পরিবারের কাছে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। এ ঘটনায় ভিকটিমের বাবা বাদী হয়ে রূপগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।

নারায়ণগঞ্জ আদালত পুলিশের পরিদর্শক মো. আসাদুজ্জামান বলেন, ২০১২ সালের ১৩ নভেম্বর রূপগঞ্জ থানার এসআই মঞ্জুর রহমান দুইজনকে আসামি করে আদালতে অভিযোগপত্র দেন। মামলাটির বিচার চলাকালে বাদী, তদন্তকারী কর্মকর্তাসহ ৫ জন সাক্ষী দেন। সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আদালত রায়ে অপহরণের পর অন্যত্র নিয়ে দলবদ্ধ ধর্ষণ ও মুক্তিপণ আদায়ে সজিব ভূইয়া বাবুকে যাবজ্জীবন ও জাফর ইসলাম রিজভীকে মুক্তিপণ আদায়ে সহায়তা করায় যাবজ্জীবন কারাদণ্ড দিয়ে রায় ঘোষণা করেন।

বাংলাদেশ সময়: ২০৩২ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০২৩
এমআরপি/এনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।