ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ব্রাহ্মণবাড়িয়ায় দুপক্ষের সংঘর্ষে আহত ১৫

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫১ ঘণ্টা, ফেব্রুয়ারি ৩, ২০২৩
ব্রাহ্মণবাড়িয়ায় দুপক্ষের সংঘর্ষে আহত ১৫

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে মামলা করা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন।  

শুক্রবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার পানিশ্বর ইউনিয়নে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

 

স্থানীয়রা জানায়, পানিশ্বর ইউনিয়নের বরইবাড়ি গ্রামের হারিজ মিয়া গোষ্ঠি ও সোলেমান মিয়া গোষ্ঠির মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছিল। এরই জেরে বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) সোলেমান মিয়ার গোষ্ঠীর লোকজন হারিজ মিয়ার গোষ্ঠীর জালাল নামে একজনের হাত ভেঙে দেয়। এ ঘটনার পর আহত জালাল শুক্রবার (৩ ফেব্রুয়ারি) সরাইল থানায় মামলা করতে যায়। এ নিয়ে সোলেমানের গোষ্ঠীর লোকজন ক্ষুব্ধ হয়ে হারিজ মিয়ার গোষ্ঠীর লোকজনের ওপর হামলা চালায়। পরে উভয় পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়। আহতদের ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়েছে।  

এ বিষয়ে জেলা পুলিশ সুপার মো. শাখাওয়াত হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়েছে। সংঘর্ষে জড়িতদের ধরতে পুলিশ অভিযান চলছে। যে কোনো ধরনের বিশৃঙ্খলা এড়াতে সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২০৩৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ৩, ২০২৩
এনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।