ঢাকা, বুধবার, ৩০ আশ্বিন ১৪৩২, ১৫ অক্টোবর ২০২৫, ২২ রবিউস সানি ১৪৪৭

জাতীয়

চীনে দেহব্যবসায় বাধ্য: নারী পাচার চক্রের মূলহোতাসহ ৪ জন গ্রেপ্তার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯:৩৩, অক্টোবর ১৫, ২০২৫
চীনে দেহব্যবসায় বাধ্য: নারী পাচার চক্রের মূলহোতাসহ ৪ জন গ্রেপ্তার গ্রেপ্তার

ঢাকা: আকর্ষণীয় বেতনের প্রলোভন দেখিয়ে বাংলাদেশি তরুণীদের চীনে পাচার করে জোরপূর্বক দেহব্যবসায় বাধ্য করার অভিযোগে একটি আন্তর্জাতিক নারী পাচার চক্রের মূলহোতাসহ চার জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৪। অভিযানে পাচারের কাজে ব্যবহৃত গুরুত্বপূর্ণ আলামতও জব্দ করা হয়েছে।

বুধবার (১৫ অক্টোবর) রাজধানীর কারওয়ান বাজারে র‌্যাব মিডিয়া সেন্টারে এক সংবাদ ব্রিফিংয়ে বিস্তারিত তুলে ধরবেন র‌্যাব-৪ এর অধিনায়ক লে. কর্নেল মো. মাহবুব আলম।

র‌্যাব সদর দপ্তর থেকে প্রাথমিকভাবে এই তথ্য গণমাধ্যমকে জানানো হয়েছে।

এজেডএস/এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।