টাঙ্গাইল: টাঙ্গাইলের ভুঞাপুর উপজেলায় যমুনা নদী থেকে জেলের জালে ধরা পড়েছে ৫৫ কেজি ওজনের একটি বাঘাইড়। পরে স্থানীয় বাজারে মাছটি ৭৫ হাজার টাকায় বিক্রি করেছেন বাবলু হালদার।
শনিবার (৪ ফেব্রুয়ারি ) সকালে তিনি যমুনা নদী থেকে এক জেলের কাছ থেকে বাঘাইড়টি কিনেন। পরে গোবিন্দাসী মাছ বাজারে বাঘাইড়টি মধুপুর উপজেলার গারোবাজারের সুজন নামের এক ব্যক্তির কাছে বিক্রি করেন ৭৫ হাজার টাকায়।
মাছের ক্রেতা সুজন জানান, কয়েকজন মিলে বিশালাকৃতির বাঘাইড়টি ক্রয় করে ভাগ করে নিয়েছি।
মাছের মালিক ও গোবিন্দাসী মাছ বাজার সমিতির সভাপতি বাবলু হালদার জানান, সকালে বেলকুচি যমুনা নদী থেকে বাঘাইড়টি কিনে বিক্রি করার জন্য গোবিন্দাসী মাছ বাজারে নিয়েছিলাম। পরে সেটি ৭৫ হাজার টাকায় বিক্রি করেছি।
বাংলাদেশ সময়: ১৫৪৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৪, ২০২৩
এএটি