ঢাকা, বুধবার, ৩১ বৈশাখ ১৪৩২, ১৪ মে ২০২৫, ১৬ জিলকদ ১৪৪৬

জাতীয়

বাংলাদেশ-ভারতের জনগণের সংস্কৃতি-পরম্পরা অভিন্ন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৩০, ফেব্রুয়ারি ৪, ২০২৩
বাংলাদেশ-ভারতের জনগণের সংস্কৃতি-পরম্পরা অভিন্ন বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের সম্মেলন | ছবি: শাকিল আহমেদ

ঢাকা: ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ বলেছেন, ভারত- বাংলাদেশের ইতিহাস একই সূত্রে গাঁথা। আলাদা দুটি ভূখণ্ড সত্ত্বেও জনগণের সংস্কৃতি ও পরম্পরাও অভিন্ন।

মুক্তিযুদ্ধে আমরা বাংলাদেশের সঙ্গে ছিলাম, ভবিষ্যতেও থাকব।

শনিবার (৪ ফেব্রুয়ারি) রাজধানীর গুলিস্তানস্থ মহানগর নাট্যমঞ্চে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের সম্মেলনে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে উদ্বোধকের বক্তব্যে  তিনি এসব কথা বলেন।

সম্মেলনে ভারতের সংসদ সদস্য দিলীপ ঘোষ বলেন, বাংলাদেশের স্বাধীনতার রজতজয়ন্তীর সঙ্গে সঙ্গে ভারত-বাংলাদেশের বন্ধুত্বেরও রজতজয়ন্তী পূর্ণ হয়েছে। মুক্তিযুদ্ধসহ যেকোনো প্রয়োজনে আমরা বাংলাদেশের সঙ্গে থাকার চেষ্টা করেছি। আশা করি ভবিষ্যতেও দুই দেশের জনগণ হাতে হাত রেখে সকল বাধা বিপত্তি অতিক্রম করবে।

হিন্দু মহাজোটের সভাপতি বিধান বিহারী গোস্বামীর সভাপতিত্বে বক্তব্য দেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু, জাতীয় পার্টির কো-চেয়ারম্যান সৈয়দ আবু হোসেন বাবলা ও সালমা ইসলাম।

বাংলাদেশ সময়: ১৬২৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৪, ২০২২
এনবি/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।