ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

পুকুরে ভাসমান অবস্থায় মিলল নবজাতকের মরদেহ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০২৩
পুকুরে ভাসমান অবস্থায় মিলল নবজাতকের মরদেহ

রংপুর: জেলার কাউনিয়া উপজেলায় পুকুরে ভাসমান অবস্থায় এক ছেলে নবজাতকের মরদেহ পেয়েছে পুলিশ।  

শনিবার (১১ জানুয়ারি) দুপুরে মরদেহটি ময়না তদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এর আগে সকালে উপজেলার হারাগাছ ইউনিয়নের সোনাতন গ্রামের একটি পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। মৃত নবজাতকের বয়স আনুমানিক সাত মাস হবে।  

কাউনিয়া থানা পুলিশ জানান, সকালে গ্রামের লোকজন সরকারি সোনাতন কমিউনিটি ক্লিনিকের পেছনে জেনারুল ইসলামের পুকুরে নবজাতকের মরদেহটি ভেসে থাকতে দেখে পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থল থেকে নবজাতকের মরদেহটি উদ্ধার করে।  

পুকুরের মালিক জেনারুল ইসলাম বলেন, সরকারি সোনাতন কমিউনিটি ক্লিনিকটি তার জমিতে। ক্লিনিকের পেছনে তার পুকুর রয়েছে। কে বা কারা রাতের যে কোনো সময়ে নবজাতকটিকে পুকুরে ফেলে পালিয়ে যান।  

কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোন্তাছের বিল্লাহ জানান, ময়নাতদন্তের জন্য নবজাতকের মরদেহটি হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০২৩
এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।