ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

সাতক্ষীরায় বিপুল পরিমাণ মাদকদ্রব্য ধ্বংস

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০২৩
সাতক্ষীরায় বিপুল পরিমাণ মাদকদ্রব্য ধ্বংস

সাতক্ষীরা: সাতক্ষীরার সীমান্ত এলাকা থেকে বিভিন্ন সময়ে বিজিবির অভিযানে আটক বিপুল পরিমাণ মাদকদ্রব্য ধ্বংস করা হয়েছে।

সোমবার (২০ ফেব্রুয়ারি) বিজিবির সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়ন সদর দপ্তরে এ সব মাদকদ্রব্য ধ্বংস করা হয়।

এ সময় জেলার ৫৪ কিলোমিটার সীমান্ত এলাকা থেকে ২০২১ সালের ০১ জুন থেকে ২০২৩ সালের ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত জব্দকৃত ১১ হাজার ৭৮৯ বোতল ভারতীয় ফেনসিডিল, ৫ হাজার ৭৮১ বোতল মদ, ২৪৩ কেজি গাঁজা, ২৪.৩১ গ্রাম হিরোইন, ১৭ হাজার ৭৮৬ পিস ইয়াবা, ৩৫ হাজার ৪৬৫ পিস আনাগ্রা ট্যাবলেট, ১৪৮ পিস ভায়াগ্রা , ৪৭ হাজার ৪৩২ পিস সেনেগ্রা, ৩ লাখ ৮৭ হাজার প্যাকেট পাতার বিড়ি, ৩২৫ কেজি তামাক পাতা ও ৩০৫ কেজি তামাক পাতার গুড়া বুলডোজার দিয়ে ও আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

মাদকদ্রব্য ধ্বংসকরণ কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিজিবির খুলনা সেক্টর কমান্ডার কর্নেল মামুনূর রশীদ।

এ সময় বিজিবির সাতক্ষীলা ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেনেন্ট কর্নেল মো. আশরাফুল হক, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সজীব তালুকদার, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মীর আসাদুজ্জামান, জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো. তাজুল ইসলাম, কাস্টমস এক্সাইজ ও ভ্যাট সার্কেলের রাজস্ব কর্মকর্তা মাসুদ রানা প্রমুখ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৫২৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০২৩
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।