ঢাকা, মঙ্গলবার, ১৭ আষাঢ় ১৪৩২, ০১ জুলাই ২০২৫, ০৫ মহররম ১৪৪৭

জাতীয়

শিবচরে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট     | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:১৭, ফেব্রুয়ারি ২২, ২০২৩
শিবচরে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

মাদারীপুর: মাদারীপুরের শিবচরে তিনটি ব্যবসায় প্রতিষ্ঠানকে জরিমানা করেছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ সময় দুইটি ফার্মেসি এবং একটি ফলের দোকানকে ১৩ হাজার টাকা জরিমানা করা হয়।

বুধবার (২২ ফেব্রুয়ারি) দুপুরের দিকে শিবচর পৌর বাজারে এ অভিযান পরিচালনা করেন অধিদপ্তর মাদারীপুর কার্যালয়ের নির্বাহী পরিচালক জান্নাতুল ফেরদাউস।

জানা গেছে, ওষুধের দোকানে হাতে মূল্য লেখা, স্যাম্পল বিক্রির দায়ে শিবচর পৌর বাজারের সাইয়েদা ফার্মেসিকে পাঁচ হাজার, নাছিমা ফার্মেসিকে সাত হাজার ও পণ্যের মূল্য তালিকা না রাখার দায়ে গাজী ফল ভাণ্ডারকে এক হাজারসহ মোট ১৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

বিষয়টি নিশ্চিত করে নির্বাহী পরিচালক জান্নাতুল ফেরদাউস বাংলানিউজকে জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

বাংলাদেশ সময়: ১৬১৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।