ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

চুয়াডাঙ্গায় মেয়ের ধাক্কায় বাবার মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০২৩
চুয়াডাঙ্গায় মেয়ের ধাক্কায় বাবার মৃত্যু

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার বকসিপুর গ্রামে মেয়ের ধাক্কায় মাটিতে পড়ে মাথায় আঘাত পেয়ে মারা গেছেন বাবা সানোয়ার হোসেন (৫২)।  

রোববার (২৬ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে আহত হন তিনি।

পরে বিকেলে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তার বাড়ি বকসিপুর গ্রামে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে পারিবারিক কলহের একপর্যায়ে মেয়ে ববিতা খাতুনের (৩০) ধাক্কায় মাটিতে পড়ে যান সানোয়ার। এসময় সেখানে রাখা ইটে লেগে মাথায় আঘাত পান তিনি। এ অবস্থায় সানোয়ারকে প্রথমে আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে কুষ্টিয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে বিকেলে কুষ্টিয়া সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।  

আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, ঘটনার পর অভিযুক্ত মেয়ে ববিতা খাতুনকে আটক করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯২৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০২৩
এসআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।