ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

মিরপুরে হেরোইনসহ গ্রেফতার ২

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৫ ঘণ্টা, মার্চ ১৮, ২০২৩
মিরপুরে হেরোইনসহ গ্রেফতার ২

ঢাকা: রাজধানীর মিরপুর থেকে ৮৫ গ্রাম হেরোইনসহ দুই মাদককারবারিকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৪)।

গ্রেফতাররা হলেন- মো. দুলাল আলী (৩০) ও মো. লতিফ (৪২)।

 

শনিবার (১৮ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে র‌্যাব-৪ এর অধিনায়ক (সিও) লেফট্যানেন্ট কর্নেল মোহাম্মদ আবদুর রহমান বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।  

তিনি জানান, শুক্রবার (১৭ মার্চ) রাজধানীর মিরপুর এলাকায় অভিযান চালিয়ে ৮৫ গ্রাম হেরোইনসহ তাদের গ্রেফতার করা হয়।

র‌্যাব-৪ এর অধিনায়ক জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতাররা দেশের সীমান্তবর্তী বিভিন্ন এলাকা থেকে হেরোইন সংগ্রহ করে রাজধানীসহ বিভিন্ন এলাকার ডিলার ও খুচরা মাদক বিক্রেতাদের কাছে বিক্রি ও সরবরাহ করে আসছিলেন।

তাদের নামে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।  

বাংলাদেশ সময়: ১২৩৪ ঘণ্টা, মার্চ ১৮, ২০২৩
এসজেএ/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।