ঢাকা, শুক্রবার, ১ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৬ মে ২০২৫, ১৮ জিলকদ ১৪৪৬

জাতীয়

দ্বীপবাসীর স্বপ্নের সেতু উদ্বোধন করলেন এমপি দীপংকর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৪৩, এপ্রিল ১১, ২০২৩
দ্বীপবাসীর স্বপ্নের সেতু উদ্বোধন করলেন এমপি দীপংকর

রাঙামাটি: রাঙামাটিতে দক্ষিণ কালিন্দীপুর এবং হ্যাচারী পাড়া সংযোগ সেতুর উদ্বোধন করেছেন রাঙামাটি আসনের সংসদ সদস্য দীপংকর তালুকদার।

মঙ্গলবার (১১ এপ্রিল) সকালে প্রধান অতিথি থেকে সেতুটির উদ্বোধন করেন তিনি।

সেতু উদ্বোধনকালে সংসদ সদস্য দীপংকর তালুকদার বলেন, রাঙামাটিতে এ ধরনের আরও সংযোগ সেতু তৈরি করা হবে। সহজ যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলা আওয়ামী লীগের অন্যতম লক্ষ্য। রাঙামাটিতে দিনদিন পরিবহনের সংখ্যা বাড়ছে, জ্যাম সৃষ্টি হচ্ছে। তাই সড়কের সংখ্যা বাড়াতে আমরা কাজ করছি।

এ সময় জেলা পরিষদের চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরী, পরিষদের মূখ্য নির্বাহী কর্মকর্তা আশরাফুল ইসলাম, রাঙামাটি সদর মহিলা ভাইস চেয়ারম্যান নাসরিন ইসলামসহ সংশ্লিষ্ট অন্যান্যরা সেখানে উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, রাঙামাটি জেলা পরিষদের অর্থায়নে ২০১৬ সালে কালিন্দিপুর-হ্যাচারি-সুখী নীলগঞ্জ সংযোগ সেতুর কাজ শুরু করা হয়। ২২৬ মিটার দৈর্ঘ্য এবং ৫.১ মিটার প্রস্থের এ সেতু তৈরিতে ব্যয় করা হয়েছে ১২ কোটি ৬২ লাখ টাকা।

বাংলাদেশ সময়: ১৫৪১ ঘণ্টা, এপ্রিল ১১, ২০২৩
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।