ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

গোপালগ‌ঞ্জে রাইস মিলের বয়লার বিস্ফোরণে বাবার পরে শিশুকন্যার মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৪৫ ঘণ্টা, জুন ৭, ২০২৩
গোপালগ‌ঞ্জে রাইস মিলের বয়লার বিস্ফোরণে বাবার পরে শিশুকন্যার মৃত্যু

গোপালগঞ্জ: গোপালগ‌ঞ্জে রাইস মি‌লের বয়লার বিস্ফোরণে আহত শিশু রোমানা (১১) মারা গেছে। এর আগে এ ঘটনায় তার বাবার মৃত্যু হয়েছে।

বুধবার (৭ জুন) দুপুরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রোমানা মারা যায়। তার ভাই মোস্তাকিম (৫)  খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

মঙ্গলবার (৬ জুন) ভোর সা‌ড়ে ৫টার দি‌কে গোপালগঞ্জ সদর উপজেলার হরিদাসপুর ফেরিঘাট এলাকায় মনোরমা রাইস মিলে বয়লার বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ওই শিশুদের বাবা নুর ইসলাম মোল্লা ঘটনাস্থলেই মারা যান।  

তাদের বাড়ি  সদর উপজেলার হরিদাসপুর পূর্বপাড়ায়।  

গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাবেদ মাসুদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, শিশুটির মরদেহ ময়নাতদন্ত শেষে বাবার কবরের পাশে দাফন করা হয়েছে।  

এ ঘটনায় এখনও ভুক্তভোগী পরিবার থেকে থানায় অভিযোগ দায়ের করা হয়নি।  

বাংলাদেশ সময়: ২৩৪১ ঘণ্টা,  জুন ০৭, ২০২৩
এসআই

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।