ঢাকা, বৃহস্পতিবার, ৩১ চৈত্র ১৪৩২, ১৫ মে ২০২৫, ১৭ জিলকদ ১৪৪৬

জাতীয়

গুলিস্তানে ৪০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৫৫, জুন ১৩, ২০২৩
গুলিস্তানে ৪০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২

ঢাকা: রাজধানীর গুলিস্তানে অভিযান চালিয়ে ৪০ কেজি গাঁজাসহ দুইজন মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করেছে পল্টন মডেল থানা পুলিশ।

মঙ্গলবার (১৩ জুন) তাদের গ্রেপ্তারের বিষয়টি জানান পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাহউদ্দীন মিয়া।

গ্রেপ্তাররা হলেন, মো. আব্দুর রহমান ও মো. নজরুল ইসলাম ওরফে নজু।

ওসি সালাহউদ্দীন মিয়া জানান, গোপন তথ্যের ভিত্তিতে পল্টন মডেল থানার গুলিস্তানের মহানগর নাট্যমঞ্চ এলাকায় অভিযান চালনো হয়। অভিযানে গাঁজা বিক্রির জন্য অবস্থান করা দু’জনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৪০ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে।

ওসি বলেন, গ্রেপ্তাররা পেশাদার মাদক বিক্রেতা। তারা দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে ঢাকার বিভিন্ন এলাকায় বিক্রি করতেন। তাদের বিরুদ্ধে পল্টল মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫৫৫ ঘণ্টা, জুন ১৩, ২০২৩
পিএম/জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।