ঢাকা, সোমবার, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৯ মে ২০২৫, ২১ জিলকদ ১৪৪৬

জাতীয়

নওগাঁয় পিকআপভ্যানের ধাক্কায় অটোরিকশার চালক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:১০, জুন ২৭, ২০২৩
নওগাঁয় পিকআপভ্যানের ধাক্কায় অটোরিকশার চালক নিহত

নওগাঁ: নওগাঁর মান্দায় পিকআপভ্যানের ধাক্কায় আজিজুল হক (৫২) নামে সিএনজিচালিত অটোরিকশার চালক নিহত হয়েছেন।

মঙ্গলবার (২৭ জুন) সকালে নওগাঁ-রাজশাহী মহাসড়কের দেলুয়াবাড়ি বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আজিজুল হক নওগাঁ সদর উপজেলার চণ্ডীপুর এলাকার বাসিন্দা। পেশাগত কারণে সপরিবারে তিনি রাজশাহী মহানগরীর নওদাপাড়া এলাকায় থাকতেন ও সিএনজিচালিত অটোরিকশা চালাতেন।

এদিকে দুর্ঘটনার পর ধাওয়া দিয়ে ট্রাকচালক মাসুদ রানাকে (৩৫) আটক করে পুলিশে দেন স্থানীয়রা।

মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর-এ আলম সিদ্দিকী বলেন, সকালে নিহত আজিজুল দেলুয়াবাড়ি বাসস্ট্যান্ড এলাকায় সিএনজিচালিত অটোরিকশাটি থামানোর সঙ্গে সঙ্গে রাজশাহী অভিমুখী একটি পিকআপভ্যান তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই আজিজুলের মৃত্যু হয়।

ওসি বলেন, নিহত আজিজুল হকের মরদেহ উদ্ধারসহ আটক চালক মাসুদ রানাকে থানা হেফাজতে নেওয়া হয়েছে। লাশের ময়নাতদন্তসহ এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৬০৯ ঘণ্টা, জুন ২৭, ২০২৩
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।