ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

নন-ক্যাডারে সহকারী সচিব হলেন নয়জন

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২২ ঘণ্টা, জুলাই ২৭, ২০২৩
নন-ক্যাডারে সহকারী সচিব হলেন নয়জন

ঢাকা: বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের নয় জন ব্যক্তিগত কর্মকর্তা ও প্রশাসনিক কর্মকর্তাকে নন-ক্যাডারে সহকারী সচিব হিসেবে পদোন্নতি দিয়েছে সরকার।

জনপ্রশাসন মন্ত্রণালয় এই নয়জনকে ক্যাডার বহির্ভূত পদে পদোন্নতি দিয়ে বুধবার প্রজ্ঞাপন জারি করেছে।

কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের ব্যক্তিগত কর্মকর্তা মো. গোলাম ফারুক, বিদ্যুৎ বিভাগের প্রশাসনিক কর্মকর্তা মো. আফজাল হোসেন এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা মো. হারুন অর রশিদ সহকারী সচিব পদে পদোন্নতি পেয়েছেন।

এছাড়া পরিকল্পনা বিভাগের ব্যক্তিগত কর্মকর্তা শামসুন নাহার, লহ্মী রাণী ঘোষ, মো. আবুল বাসার মোল্লা, মো. হাবিবুর রহমান, মো. আহসান হাবীব ও মো. আবু হানিফাকেও নন-ক্যাডারে সহকারী সচিব পদে পদোন্নতি দেওয়া হয়েছে।

সরকারি কর্ম কমিশনের সুপারিশের ভিত্তিতে এদেরকে জাতীয় বেতন স্কেলের নবম গ্রেডে সহকারী সচিব পদে পদোন্নতির পর জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫২৪ ঘণ্টা, জুলাই ২৭, ২০২৩
এমআইএইচ/এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।