ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

রাজশাহীতে মাইক্রোবাসের ধাক্কায় বাইকার নিহত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১১, ২০২৩
রাজশাহীতে মাইক্রোবাসের ধাক্কায় বাইকার নিহত প্রতীকী ছবি

রাজশাহী: রাজশাহীর নওদাপাড়া এলাকায় মাইক্রোবাসের ধাক্কায় জিল্লুর রহমান (৩০) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন।

সোমবার (১১ সেপ্টেম্বর) সকালে বাগমারা থেকে রাজশাহী যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে।

নিহত জিল্লুর রহমান রাজশাহী জেলার বাগমারা উপজেলার বাসিন্দা। তবে তার বাবার নাম এখনও জানা যায়নি। তিনি মোটরসাইকেল চালিয়ে সকালে বাগমারা থেকে রাজশাহী যাচ্ছিলেন।

রাজশাহী শাহ মখদুম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাঈল হোসেন বাংলানিউজকে জানান, জিল্লুর রহমান নামে ওই যুবক মোটরসাইকেল নিয়ে নগরীতে যাওয়ার সময় মাইক্রোবাসের ধাক্কায় সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে ঘটনাস্থল থেকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। তার গামের বাড়ি রাজশাহীর বাগমারা উপজেলার শ্রীপুর গ্রামে। তবে তার বাবার নাম এখনও জানা যায়নি।

নিহত জিল্লুর রহমানের মরদেহ ময়নাতদন্তের জন্য বর্তমানে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ঘটনার পর স্থানীয়দের সহায়তায় মাইক্রোবাস ও এর চালককে আটক করা হয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান ওসি।

বাংলাদেশ সময়: ১৩২২ ঘণ্টা, সেপ্টেম্বর ১১, ২০২৩
এসএস/এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।