ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

সুন্দরগঞ্জে নির্মাণাধীন তিস্তা ব্রিজের সাটার ভেঙে শ্রমিকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০২৩
সুন্দরগঞ্জে নির্মাণাধীন তিস্তা ব্রিজের সাটার ভেঙে শ্রমিকের মৃত্যু

গাইবান্ধা: গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার হরিপুরে নির্মাণাধীন তিস্তা ব্রিজের সাটার ভেঙে মাথায় পড়ে হাবিবুর রহমান (৫৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) দুপুর সোয়া ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

 

নিহত হাবিবুর সুন্দরগঞ্জ উপজেলার চন্ডিপুর ইউনিয়নের উজান বোচাগাড়ি গ্রামের বাসিন্দা।

পুলিশ জানায়, সকাল থেকে অনান্য শ্রমিকদের সঙ্গে নির্মাণাধীন তিস্তা ব্রিজে কাজ করছিলেন হাবিবুর। দুপুরে হঠাৎ ব্রিজের ওপর থেকে স্টিলের একটি সাটার ভেঙে হাবিবুরের মাথায় পড়ে। এতে তার সঙ্গে থাকা অন্য দুই শ্রমিক প্রাণে বেঁচে গেলেও গুরুতর আহত হন তিনি।
এ অবস্থায় হাবিবুরকে উদ্ধার করে স্থানীয় চিকিৎসকের কাছে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।  

বিষয়টি নিশ্চিত করে সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কে এম আজমিরুজ্জামান জানান, নিহত শ্রমিকের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

এদিকে ঘটনাস্থল পরির্দশন করেছেন সুন্দরগঞ্জ উপজেলার সহকারী (ভূমি) কর্মকমর্তা মো. মাসুদুর রহমান। এসময় তিনি নিহতের স্বজনদের আর্থিক সহায়তার আশ্বাস দেন।

বাংলাদেশ সময়: ১৬১৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০২৩
এসআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।