ঢাকা, বুধবার, ১৬ বৈশাখ ১৪৩২, ৩০ এপ্রিল ২০২৫, ০২ জিলকদ ১৪৪৬

জাতীয়

শেখ রাসেলের জন্মদিনে এতিমদের মাঝে বস্ত্র-খাবার বিতরণ  

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:১৯, অক্টোবর ১৮, ২০২৩
শেখ রাসেলের জন্মদিনে এতিমদের মাঝে বস্ত্র-খাবার বিতরণ  

লক্ষ্মীপুর: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৬০তম জন্মদিনে লক্ষ্মীপুরে শতাধিক এতিম শিশুদের মধ্যে নতুন পোশাক ও রান্না করা খাবার বিতরণ করা হয়েছে।  

বুধবার (১৮ অক্টোবর) বেলা ১১টার দিকে পৌরসভার ১১ নম্বর ওয়ার্ডের ক্বারি অছিম উদ্দিন ইবতেদায়ী মাদরাসা ও এতিমখানা প্রাঙ্গণে জেলা যুবলীগের সাবেক যুগ্ম-আহ্বায়ক বায়েজীদ ভূঁইয়ার উদ্যোগে এ আয়োজন করা হয়।

 

এর আগে এতিমখানায় কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এসময় বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যদের রুহের মাগফেরাত এবং শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া মোনাজাত করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি জালাল উদ্দিন রুমি পাটওয়ারী, মো. সাইফুল আলম সুজন ক্বারী, মো. সোহাগ পাটওয়ারী, যুবলীগ নেতা দিপু মাহমুদ, রাজু পাটওয়ারী, সদর থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রুবেল আহম্মেদ রাজুসহ যুবলীগের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।

বাংলাদেশ সময়: ১৭১০ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০২৩
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।