ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

‘যিনি ভোট কেটে এমপি হওয়ার স্বপ্ন দেখছেন তা দুঃস্বপ্নে পরিণত হবে’

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৪৯ ঘণ্টা, জানুয়ারি ১, ২০২৪
‘যিনি ভোট কেটে এমপি হওয়ার স্বপ্ন দেখছেন তা দুঃস্বপ্নে পরিণত হবে’

ফরিদপুর: ফরিদপুর-২ আসনের স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট জামাল হোসেন মিয়া বলেছেন, যিনি ভোট কেটে নিয়ে এমপি হওয়ার দিবাস্বপ্ন দেখছেন তার সেই স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত হবে।  

সোমবার (১ জানুয়ারি) সন্ধ্যায় ফরিদপুরের সালথা উপজেলার যদুনন্দী ইউনিয়নের নবকাম পল্লী কলেজ মাঠে নির্বাচনী জনসভায় তিনি এ কথা বলেন।

জামাল হোসেন মিয়া বলেন, বঙ্গবন্ধুর আদর্শকে বুকে ধারণ করে আমি জনগণের সেবক হয়ে কাজ করতে এসেছি। নির্বাচনে জয়ী হলে সালথা- নগরকান্দা উপজেলার বেকারত্ব দূরীকরণে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করব। সেই সঙ্গে সালথা ও নগরকান্দা উপজেলার অবহেলিত ও নির্যাতিত আওয়ামী লীগকে প্রতিষ্ঠিত করা অন্যতম কাজ।

সালথা উপজেলা আ.লীগের সভাপতি দেলোয়ার হোসেন মিয়ার সভাপতিত্বে জনসভায় বক্তব্য রাখেন সালথা উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক সাব্বির চৌধুরী, যদুনন্দী ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম, যুবলীগ নেতা কামরুজ্জামন কাইয়ুম মোল্যা।

এসময় নির্বাচনী জনসভায় স্বতন্ত্র প্রার্থী জামাল হোসেন মিয়াকে জয়ী করতে ঈগল প্রতীকে ভোট চান সব নেতা-কর্মীরা।

এর আগে যদুনন্দী ইউনিয়নের বিভিন্ন গ্রাম থেকে দলে দলে কয়েক হাজার নেতাকর্মী নির্বাচনী জনসভায় যোগ দেন।  

এছাড়াও অ্যাডভোকেট জামাল হোসেন মিয়াকে এক নজর দেখতে রাস্তার দুপাশে দাঁড়িয়ে ছিলেন অসংখ্য ভোটাররা।

বাংলাদেশ সময়: ২৩৫৬ ঘণ্টা, জানুয়ারি ০১, ২০২৪
এসএএইচ


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।