ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

দুমড়েমুচড়ে গেলে ভোটের মাঠে থাকা বিজিবির গাড়ি: চালকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৮ ঘণ্টা, জানুয়ারি ৫, ২০২৪
দুমড়েমুচড়ে গেলে ভোটের মাঠে থাকা বিজিবির গাড়ি:  চালকের মৃত্যু

গাইবান্ধা: জেলার পলাশবাড়ীতে যাত্রীবাহী বাসের সঙ্গে সংঘর্ষে দুমড়েমুচড়ে যায় ভোটের মাঠে থাকা বিজিবির গাড়ি। এ ঘটনায় আহত বিজিবির গাড়িচালক মুন্না মিয়া (২০) মারা গেছেন।

শুক্রবার (৫ ডিসেম্বর) দুপুরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

নিহত মুন্নার বাড়ি জেলার পলাশবাড়ী উপজেলার ইউনিয়নের মাঠে হাট এলাকায়।

এর আগে শুক্রবার সকাল ১১টার দিকে গাইবান্ধা-পলাশবাড়ী সড়কে সদরের রাইসমিল এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

বিষয়টি নিশ্চিত করে পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরজু সাজ্জাদ জানান, সকালে জেআর পরিবহনের যাত্রীবাহী একটি বাস গাইবান্ধার দিকে যাচ্ছিল। পথে রাইসমিল এলাকায় পলাশবাড়ী অভিমুখী বিজিবির সদস্যদের বহনকারী একটি পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ৫ বিজিবি সদস্যসহ ৮ জন আহত হন।  

আহতদের উদ্ধার করে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।  

পরে আশঙ্কাজনক অবস্থায় দুই বিজিবি সদস্য ও গাড়িচালক মুন্নাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে মুন্না মারা যান।

আরও পড়ুন>> দুর্ঘটনায় নির্বাচনের দায়িত্বে থাকা বিজিবি পিকআপ, আহত ৮

বাংলাদেশ সময়: ১৬৩৩ ঘণ্টা, জানুয়ারি ৫, ২০২৪
এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।