ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

স্কুলছাত্রীর সবশেষ স্ট্যাটাসে লেখা, ‘আমার মৃত্যুর জন্য উজ্জ্বল দায়ী থাকলো’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ৭, ২০২৪
স্কুলছাত্রীর সবশেষ স্ট্যাটাসে লেখা, ‘আমার মৃত্যুর জন্য উজ্জ্বল দায়ী থাকলো’ প্রতীকী ছবি

সাতক্ষীরা: ঘরে মিলল গলায় ফাঁস দেওয়া স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ। আর সেই স্কুলছাত্রীর ফেসবুক অ্যাকাউন্টে সবশেষ স্ট্যাটাসে লেখা, ‘আমার মৃত্যুর জন্য উজ্জ্বল বিশ্বাস দায়ী থাকলো’।

বুধবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে সাতক্ষীরার তালা উপজেলার জেঠুয়া মালোপাড়ায় নিজ বাড়িতে স্কুলছাত্রীর মরদেহ পাওয়া যায়।

ওই স্কুলছাত্রীর নাম নদী বিশ্বাস (১৫)। মালোপাড়া গ্রামের কার্তিক বিশ্বাসের মেয়ে সে ও জেঠুয়া জাগরণী মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী ছিল সে।

জানা গেছে, নদী বিশ্বাস তার এনজেল নদী নামের ফেসবুক আইডিতে ‘আমার মৃত্যুর জন্য উজ্জ্বল বিশ্বাস দায়ী থাকলো’ স্ট্যাটাস দেয়। এরপরই বুধবার দুপুরে নিজ বাড়িতে গলায় ফাঁস দেওয়া মরদেহ মিলে তার।

নদী বিশ্বাস আত্মহত্যা করেছে বলে ধারণা স্থানীয়দের।

তারা জানান, পার্শ্ববর্তী ওমল বিশ্বাসের ছেলে উজ্জ্বল বিশ্বাস প্রায় তাকে উত্ত্যক্ত করতেন। এ ঘটনার জের ধরে মেয়েটি আত্মহত্যা করতে পারে।

তালা থানার ওসি মমিনুল ইসলাম বলেন, এ ঘটনায় আপাতত থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট ও তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

বাংলাদেশ সময়: ২১৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৭, ২০২৪
এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।